সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৩২ অপরাহ্ন




বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস সাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ ৯:৪০ am
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB Shakib সাকিব bcb
file pic

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বল হাতে দাপিয়ে বেড়ালেও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে সাকিবকে বোলিংয়ের পরীক্ষা দিতে হয়েছে। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এই প্রশ্ন তুলে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট কর্তৃপক্ষ। যেখানে আগামীতে কাউন্টি খেলতে হলে এই পরীক্ষায় পাস করতেই হতো সাকিবকে। সেই পরীক্ষাতেই পাস করেছেন সাকিব। ফলে কাউন্টি লিগে খেলতে আর কোনো বাধা নেই দেশের তারকা এই অলরাউন্ডারের।

চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে। ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি। তাই সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে সাকিবকে। যে কারণে এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সে পরীক্ষাতে অবশ্য সফলই হয়েছেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD