শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন




মেডিকেলে ভর্তি

কোটা বাতিল করে ফল প্রকাশে আল্টিমেটাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫ ৫:০৬ pm
বিক্ষোভ আন্দোলন 7 colage সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ 7 college সাত ৭ কলেজ ঢাবি shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও
file pic

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচিতে আজকের মধ্যে ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশ করার আল্টিমেটাম দেন তারা।

সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে ‘বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ’ এবং ‘সর্বস্তরের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকরা সংহতি জানিয়ে উপস্থিত হন।

শিক্ষার্থীরা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো, করতে হবে’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘মেডিকেলের ফলাফল-পুনঃপ্রকাশ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিও জানান তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা আজকের মধ্যে ফলাফল বাতিলের দাবি জানান। তারা বলেন, আজকের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফলাফল পুনরায় প্রকাশ করতে হবে। নইলে আমরা আগামীকাল আবারও আন্দোলনে নামব। প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেলসহ সারাদেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামব।

কর্মসূচিতে স্যার সলিমুল্লাহ মেডিকেলে কলেজের শিক্ষার্থী আবির হোসেন বলেন, ‘আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বহাল থাকলেও সেখানে কাট মার্কের চেয়ে এক থেকে দুই মার্কের কম পেলে কোটায় চান্স পেত কিন্তু এই বছর নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০ থেকে ৩৫ নম্বর কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে যা আমরা মেনে নিতে পারি না আর মানবও না। আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সকল ধরনের কোটার বিলুপ্তি চাই। আজকের মধ্যে কোটা বৈষম্যপূর্ণ ফলাফল বাতিল করে পুনরায় ফলাফল প্রকাশ করার দাবি জানাচ্ছি।

মেডিকেল শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এখনও দেখতে পাচ্ছি মেডিকেলে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা চালু রয়েছে। অনেকে ৭২ নম্বর পেয়েও চান্স পায়নি অথচ অনেকে ৪০ পেয়েও চান্স পেয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও পোষ্যকোটাসহ অযৌক্তিক কিছু কোটা রয়ে গেছে। আমরা চাই অতি দ্রুত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে সকল প্রকার অযৌক্তিক কোটা বিলুপ্ত করতে হবে।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী দোহা বলেন, বৈষম্য বাতিল চেয়ে কোটার সংস্কার চেয়ে একটি সফল আন্দোলনের পরেও মেডিকেল ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক আচরণ মানা যায় না। যেখানে পাশ নম্বরই ৪০ সেখানে ৩৭ বা ৩৮ পেয়ে কীভাবে কেউ মেডিকেলে পড়তে পারে। আমরা আজকের মধ্যে এই বৈষম্যের সমাপ্তি দেখতে চাই। নইলে আমরা আবার আন্দোলনে নামব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD