শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন




ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ৬:১৭ pm
Curfew কারফিউ কার্ফু Army Staff Bangladesh Army বাংলাদেশ সেনাবাহিনী সেনা sena army Bangladesh Armed Forces AFD Military Army Navy Air Force সেনাবাহিনী আর্মি বাহিনী ‎বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক শক্তি United Nations Peacekeeping Mission জাতিসংঘ শান্তিরক্ষা শান্তি মিশন নারী শান্তিরক্ষী UN শান্তিরক্ষী army Sena Kalyan Sangstha Sena Kalyan Insurance Company সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড Sena সেনা কল্যাণ সেনা কল্যাণ সংস্থা
file pic

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল অর্থ শয়তান। যারা শয়তান তারাই ধরা পড়বে। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দিইনি। প্রথম দিনই কিন্তু পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এক্ষেত্রে বড়-ছোট কোনো ভেদাভেদ নেই। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানের মধ্যে আপনাদের দুইটি জিনিস খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আছে। অন্যান্য ধর্মের উৎসবের সময় জিনিসপত্রের দাম তারা কমিয়ে দেন। কিন্তু আমাদের সময় দেখবেন রমজানের সময় হলে দাম বেড়ে যায়। দাম বাড়ানোটাকে তারা কি সোয়াব হিসেবে নেয় কি না জানি না। কিন্তু দাম বাড়ানোর সোয়াবের ভেতরে পড়ে না। এই যে তারা দাম বাড়াচ্ছে শুধু জনগণের কাছে নয়, ওপরওয়ালার কাছেও তারা দায়ী হবে।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এজন্য আপনারা প্রচার করবেন রমজানের সময় যেন জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে। আপনারা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। কোথাও কোনো সমস্যা হলে আপনারা যদি আগে আগে জানিয়ে দেন তাহলে আমাদের এখানে যারা সরকারি কর্মকর্তারা আছেন তারা একটা ব্যবস্থা নিতে পারবেন। আমি আশা করছি এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে, যেহেতু আমাদের ইমপোর্ট খুবই ভালো। ডাল, খেজুর, ছোলার সরবরাহ খুব ভালো। তেলেরও কোনো সমস্যা হবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD