শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন




৩২ নম্বর বাড়ি থেকে হাড়সহ কিছু আলামত সংগ্রহ সিআইডির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:৫২ pm
file pic

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে একটি হাড়, এক পাটি জুতা এবং একটি জামা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ হাড়, জুতা ও জামা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টার দিকে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। সিআইডির টিমকে সহায়তা করতে ধানমন্ডি থানার একটি টিম সেখানে মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট পরিদর্শন শেষে কিছু আলামত সংগ্রহ করেছে। ফরেনসিক পরীক্ষা-নিরিক্ষার পরে বিস্তারিত জানা যাবে।

এর আগে রোববার গোপন বন্দিশালা আছে– এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। যদিও সেখানে থেকে কিছুই পাওয়া যায়নি বলে জানায় তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD