শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন




মাটির নিচের পানি ব্যবহারেও কারখানাকে দিতে হবে কর: উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:২৯ pm
পানি দিবস Arsenic Chemical element symbol As atomic number 33 minerals combination sulfur metals pure elemental crystal metalloid আর্সেনিক মৌলিক পদার্থ প্রতীক এএস As পারমাণবিক সংখ্যা ৩৩ 33 পারমাণবিক ভর ৭৪.৯২ 74.92160 সাধারণ কাজে ৭৫ 75 ব্যবহার করা হয় অর্ধধাতু উপধাতু আর্সেনিক আক্রান্ত রোগী স্বাস্থ্য আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পান আর্সেনিক বিষক্রিয়া রোগী চিকিৎসা মাল্টিভিটামিন ওষুধ ভিটামিন ক্যাপসুল অ্যান্টি-অক্সিডেন্ট স্যালিসাইলেট ক্রিম ভিটামিন ডি ল্যাবরেটরি জনস্বাস্থ্য পুষ্টি জ্বর বমি মাথা ব্যথা শরীরে অস্বাভাবিক ব্যথা রক্ত আমাশয় উদরাময়ক arcenic
file pic

রখানাগুলোয় ভূগর্ভস্থ পানি ব্যবহারে কর বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাসটেইনেবল এপারেল ফোরামের ষষ্ঠ সংস্করণে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত মাটির নিচের পানি ব্যবহার করতে সরকারকে কোনো টাকা পয়সা দিতে হয় না। তবে, এ ব্যাপারে একটি নীতিমালা তৈরিতে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়।

রিজওয়ানা হাসান বলেন, গার্মেন্টসগুলোয় টেকসই পরিবেশ নিশ্চিত করতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। এপারেল ফোরামের এবারের সংস্করণে অংশ নিচ্ছেন নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দল, যেখানে রয়েছে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান।

দেশটির রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স বলেন, তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। বিনিয়োগ ও পরিবেশবান্ধব কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD