শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন




মিটারের বেশি নিলে সিএনজি চালককে জরিমানা গুনতে হবে ৫০ হাজার টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:০৬ pm
CNG auto Rickshaw ricsha tiger Baagh Electric Three wheelers vehicle wheeler tricycles tricycle motorcycles motorcycle সিএনজি মিটার থ্রি হুইলার বাঘ ভেহিকেল স্কুটার তিন চাকার গাড়ি সড়ক মহাসড়ক ইজিবাইক ব্যাটারিচালিত অটোরিকশা অটোটেম্পো যান্ত্রিক যানবাহন দুর্ঘটনা অটোমোবাইলস সিএনজিচালিত অটোরিকশা সিএনজি চালিত অটো রিকশা টেম্পো টেক্সি টেক্সিকার cng auto rickshow সিএনজিচালিত অটোরিকশা
file pic

গ্যাস বা পেট্রোল চালিত অটোরিকশার চালক যদি সরকার নির্ধারিত মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করেন, তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনার কথা জানানো হয়। পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার চালক সরকার নির্ধারিত মিটারের হারের অতিরিক্ত ভাড়া আদায় করলে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) লঙ্ঘিত হবে। এই ধারা অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না।

যদি কোনো চালক এ নির্দেশনা অমান্য করেন, তাহলে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৮১ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধারায় উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট চালক অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়াও, চালকের লাইসেন্স থেকে দোষসূচক এক পয়েন্ট কর্তন করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট মোটরযান চালকের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে।

এই পদক্ষেপের ফলে যাত্রীদের হয়রানি কমবে এবং সিএনজি চালকদের অনৈতিক ভাড়া আদায় বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD