শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন




ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক পরার পরামর্শ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১:০৮ pm
বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ air pollution air
file pic

বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বুধবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় হ্যানয়ের স্কোর ২৩৫। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

১৯৭ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। বাতাসের মানসূচকে যা ‘অস্বাস্থ্যকর’। অন্যদিকে ১৯৩ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এই স্কোরকেও ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বুধবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে বায়ুদূষণের এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা হয়েছে।

এছাড়াও ১৮১ স্কোর নিয়ে তালিকার ৪র্থ‌ স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বায়ুর এই স্কোরকেও ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়াও ১৭৫ ও ১৭৩ স্কোর নিয়ে তালিকার ৫ম ও ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি ও বাংলাদেশের রাজধানী ঢাকা। এই শহর দুটির বায়ুর মানও ‘অস্বাস্থ্যকর’।

এর মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে সাভারের হেমায়েতপুর (১৯৬), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৯০) ও ঢাকার মার্কিন দূতাবাস (১৮০)।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘বিপজ্জনক’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD