শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন




সৌদি আরব ও মালয়েশিয়া যেতে বিমান ভাড়ায় ছাড় পাবেন কর্মীরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৫০ pm
এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট biman logo biman
file pic

আকাশপথে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের ভাড়ায় বিশেষ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘ওয়ার্কার ফেয়ার’ নামে এ সুবিধা চার মাস চলবে। তবে নতুন কর্মী ভিসা ও ওয়ানওয়ে (একক যাত্রা) টিকিটে এ সুবিধা মিলবে। মঙ্গলবার ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এসব তথ্য জানিয়েছে।

ই-মেইলে বিমান ট্রাভেল এজেন্টদের বলেছে, ওয়ার্কার ফেয়ারের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া (কর বাদে) ৩৬০, ঢাকা থেকে কুয়ালালামপুরের ১৫০ ও ঢাকা ছাড়া অন্য কোনো জায়গা থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৭৫ ডলার।

সূত্র জানায়, নতুন ভাড়ায় ঢাকা-কুয়ালালামপুর রুটে একক যাত্রায় টিকিটের দাম পড়বে ২৮ হাজার ১৭৮ টাকা এবং ঢাকা-জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ৫৪ হাজার ৫৪ টাকা। বর্তমানে ট্রাভেল এজেন্টদের কাছে ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া ৪০০ থেকে ৪৮০ এবং মালয়েশিয়ার জন্য ৩০০ থেকে ৩৫০ ডলার নেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ বলেছে, ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এ সুবিধা দেওয়া হচ্ছে। সুবিধা পেতে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স কার্ড বা সত্যায়িত ভিসা প্রয়োজন হবে। ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারীরা বিশেষ এ ভাড়া সুবিধা পাবেন না। আবার টিকিট স্বেচ্ছায় পরিবর্তন, রিফান্ড চার্জ ও অন্যান্য শর্তাবলি ভাড়া পরিচালনার নিয়ম অনুযায়ী হবে। ভাড়া যে কোনো সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন হতে পারে।

আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ জানান, সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের জন্য বিমান ভাড়া কমাতে তারা দীর্ঘদিন দাবি করে আসছিলেন। মঙ্গলবার বিমান চিঠি পাঠিয়ে সেই দাবিতে সাড়া দিয়েছে। ফলে এখন থেকে নতুন শ্রমিকরা কম খরচে দেশ দুটিতে যেতে পারবেন।

গত ২২ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যফবস্থাপনা পরিচালকের সঙ্গে আটাবের জরুরি সভা হয়। সেখানে সৌদি ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের বিমান ভাড়া কমানোর দাবি জানান আটাব নেতারা।

এদিকে শ্রমিক ভিসা নিয়ে বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা করা হবে বলে পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গতকাল যাত্রীদের স্বার্থ সংরক্ষণে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে ১০ নির্দেশনার মধ্যে এ তথ্য রয়েছে।

পরিপত্রে বলা হয়, বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি শ্রমিক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক বা কর্মীদের জন্য বিশেষ বিমানভাড়ার ব্যবস্থা করবে। যদিও এতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয়ের অন্যান্য নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য হলো– মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব এয়ারলাইন্স ও বোর্ড অব এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস (বিএআর) পদক্ষেপ নেবে।

শিগগির গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংয়ের সময় ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিংয়ের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে ওই সময় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল করবে।

গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে বিক্রির সঙ্গে সঙ্গে টিকিটের প্রকৃত বিক্রিমূল্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে জানাতে হবে এবং মন্ত্রণালয় তা নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। সব ধরনের এয়ার টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং বিক্রি করা টিকিটের দাম অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD