শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন




ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে এ মাসেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৩৮ am
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহিদি মার্চ শহীদি মার্চে শহীদি মার্চ
file pic

জুলাই-আগস্টে ছাত্রদের ডাকে পথে নামে মানুষ, রক্ত দিয়ে প্রতিবাদ করে অন্যায়ের। অভ্যুত্থানের পথে নামা মানুষের চোখে স্বপ্ন ছিল পরিবর্তনের। সেই চাহিদা আর অভিজ্ঞতার মিশেলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ মাসের ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তারা আনছে নতুন রাজনৈতিক দল।

এরই মধ্যে জনমানুষের প্রস্তাবিত নাম, প্রতীক নিয়ে চলছে কাজ। নেতৃত্বের তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজন ছাত্রনেতার নাম। যাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন সারজিস আলম। তবে, এখনই চূড়ান্ত বলছে না নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নতুন দল হবে অনেকটা আমব্রেলা পার্টির মতো অর্থাৎ যে ছাতার নিচে দাঁড়াতে পারবেন মধ্যপন্থার যে কেউ। থাকবে না ডান বা বামের ধরণ কিংবা পরিবারতন্ত্র। সমাজতন্ত্র বা ইসলামি ভাবধারায় না যেয়ে, গণতান্ত্রিকভাবে মানুষের সমস্যা সমাধানই হবে লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা একদম জনগণের মধ্য থেকেই দল গঠন করবো।

অনেকের ধারণা ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ভাবগুরুর ভূমিকায় আছেন বিশিষ্ট লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তার দাবি, নতুন এই দল মূলত গণমানুষের অভিপ্রায়।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে কোন পরিবর্তন আসবে না। তাই এটি ইতিবাচক এবং আমাদের সবার উচিত নতুন দলকে সমর্থন করা।

তবে নতুন দলকে কিংস পার্টি বলায় সমালোচকদেরও একহাত নেন ফরহাদ মজহার। তিনি বলেন, আমি বিএনপিকে বলবো আপনারা কি কিংস পার্টির না। আপনারা তো হাওয়া থেকে জন্মান নাই। আপনাদের কি ইতিহাস আছে বাংলাদেশে। জিয়াউর রহমান আসার পরে কিংস পার্টি হিসেবেই তারা গড়ে উঠেছে। জাতীয় পার্টিও কিংস পার্টি। তাই যদি নতুন দল কিংস পার্টি হয়েও থাকে তবে ভয়ের কিছু নেই।

ফরহাদ মজহার জানান, সরাসরি দলে না থাকলেও ছাত্রদের নতুন দলের পাশে পরামর্শ দেবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD