শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন




পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া যায় কিনা বিবেচনা হচ্ছে: উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:৪৬ pm
Online Visa application e-Visa eVisa e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট অনলাইন ভিসা আবেদন ইমিগ্রেশন চেক অ্যাপ্লিকেশন e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট
file pic

পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন উঠানোর চিন্তাভাবনা হচ্ছে। ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি। তবে ভেরিফিকেশন বাদ দেওয়ার চেষ্টাই থাকবে।

এছাড়া বাংলাদেশে আসার ১০ মিনিটেই বিদেশিরা অন অ্যারাইভাল ভিসা পাবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সেবা সহজ করতে এ অ্যাপ উদ্বোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় লাগে; ৪৫ মিনিট-এক ঘণ্টা সময় লাগে। যে সিস্টেম (অ্যাপ) করা হচ্ছে, সেটা কার্যকরী হলে ৫-১০ মিনিটে উনি অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।’ এছাড়া পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন করে এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনলাইনে ইনফরমেশন দেওয়ার পরে আমাদের এখানে কাগজপত্র ঠিক থাকলে একটা কোড আবেদনকারী পাবেন। এরপর বাংলাদেশে আসার পরে কোড দেখানোর পর ডলারে পেমেন্ট করলে ভিসা পেয়ে যাবেন। এই প্রক্রিয়া সারতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় ততটুকুই। এই পেমেন্ট কার্ড ও ক্যাশে দুটোতেই দেওয়া যাবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেসব দেশের সাথে চুক্তি আছে, অন অ্যারাইভেল ভিসা তাদের জন্যই। আর যেসব দেশের সাথে চুক্তি নাই, তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। অন অ্যারাইভাল ভিসার মেয়াদ ৩০ দিন থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD