শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন




নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না: জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২১ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী সাটিরপারা কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ২৪ সালের জুলাই-আগস্টে এ জাতিকে একটা ধাক্কা দেয়া হয়েছে। আরেকটি ধাক্কা এ জাতিকে দিতে হবে। অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভুয়া ভোটার বাদ দিতে হবে। মৃত ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যেসব লোকেরা ভোটার হয়েছে, কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি। সে সমস্ত ভোটারদের তালিকাভুক্ত করতে হবে। জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারাবিশ্বের মানুষ বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে একাকার ছিল

তিনি বলেন, ‘স্বৈরাচার পতন আন্দোলন করতে গিয়ে বিদেশে আমাদের ভাইয়েরা জেলে গিয়েছেন। তারা আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচার সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছিল। তাদেরকে স্যালুট জানাই। আমরা এই নির্বাচনে প্রত্যেকটা প্রবাসী ভাই বোনের ভোটার নিশ্চিত করতে চাই।’

এ জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নরসিংদী জেলা আমির মাওলানা মো. মোছলে উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. ফ. ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD