শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন




বাংলাদেশের ভেতরে ঢুকে ৫ কৃষককে পেটালো বিএসএফ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১৯ pm
Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করে ৫ কৃষককে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩০ এস এর কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতের নারায়ণগঞ্জ ১৩৮ ব্যাটালিয়নের ১২ থেকে ১৩ জন বিএসএফ সদস্য। এ সময় মাঠে থাকা স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর লাঠিচার্জ করে।

আহতরা হলেন- শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০), রিপন (৩৫)।

জানা যায়, এ ঘটনায় স্থানীয়রা লাঠি নিয়ে সীমান্তে আসলে উত্তেজনা শুরু হয়। পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এ সময় ঘটনাস্থলে বিজিবি উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিবাদ করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বিষয়ে গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম বলেন, বিএসএফ’র সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করবে এটা এতো সহজ নয়। এ বিষয়ে খোঁজখবর নেয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD