শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন




ভালোবাসা দিবস পালনে নিষেধাজ্ঞার আহ্বান ছাত্রশিবিরের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:১৩ pm
world valentine day বিশ্ব ভালবাসা দিবস হ্যাপি ভ্যালেন্টাইন ডে Golap Gram Rose Village beautiful place Flower Tagetes erecta Southern Cone Marigold plant Tagetes minuta গন্ধা গন্ধা গেন্ধা গেনদা গাঁদা সুগন্ধি ফুল গাছ বাগান চাষ গাঁদা ফুল Marigold gada Flower golap ভালোবাসা falgun world valentine day বিশ্ব ভালবাসা দিবস হ্যাপি ভ্যালেন্টাইন ডে Golap Gram Rose Village beautiful place Flower Tagetes erecta Southern Cone Marigold plant Tagetes minuta গন্ধা গন্ধা গেন্ধা গেনদা গাঁদা সুগন্ধি ফুল গাছ বাগান চাষ গাঁদা ফুল Marigold gada Flower golap springtime four temperate seasons summer Spring ফাল্গুন চৈত্র মাস বসন্ত ঋতু ঋতুরাজ বসন্ত
file pic

বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) পালনের বিরুদ্ধে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি ক্যাম্পাসগুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্টসহ যেকোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানায়। পোস্টে সংযুক্ত ফটোকার্ডে লেখা ছিল, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন।

শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে ছাত্রশিবিরের পেজ থেকে আরও একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যেখানে অভিভাবকদের উদ্দেশে বলা হয়, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে-মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।

এরপর সকাল ৯টা ২৭ মিনিটে আরেকটি পোস্ট দিয়ে সংগঠনটি আবারও জানায়, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।

ছাত্রশিবিরের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সংগঠনটি বরাবরই পশ্চিমা সংস্কৃতির প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। অন্যদিকে, তরুণদের মধ্যে ভালোবাসা দিবস উদযাপনের প্রবণতা দিন দিন বাড়ছে।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো মিল নেই। তাই সুস্থ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনটির এই অবস্থানকে সমর্থন ও বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD