শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন




হাসিনার বিচার করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না: প্রধান উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০৮ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা Muhammad
file pic

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সাথের সকল দোষী ব্যক্তির বিচার করতেই হবে নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দ্য ন্যাশনালের সঙ্গে আলাপকালে এমন কথা বলেছেন তিনি। হাসিনাসহ তার দলের সকল দোষী ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেন ড. ইউনূস।

এ বিষয়ে ইতিমধ্যেই বৈধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিন বলেন, আমরা ইতিমধ্যেই বৈধ পন্থা অবলম্বন শুরু করেছি। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে পারবো। এটা করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে তার সরকারের গুরুত্বপূর্ণ দোষী ব্যক্তিদেরও শাস্তি থেকে বাঁচতে দেবেন না তিনি। সাবেক প্রধানমন্ত্রী এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।
দ্য ন্যাশনাল বলছে, গত গ্রীষ্মে গণবিক্ষোভের তোপে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এককভাবে ১৫ বছরের বেশি সময় বাংলাদেশকে শাসন করেন হাসিনা। পরে গত বছরের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয় তা দমন করতে পুলিশ এবং সমর্থকদের ব্যবহার করেন তিন। এতে প্রায় ১৪০০ জন নিহত হন। আহত হন ১১ হাজারের বেশি মানুষ। পরে ৫ই আগস্ট ছাত্রজনতার উত্তাল বিক্ষোভের ফলে ভারতে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন হাসিনা। এখন তিনি সেখানেই আছেন।

ড. ইউনূস বলেন, আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি তারা যেন হাসিনাকে ফেরত দেন। জাতিসংঘের হাইকমিশনারের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন সহ আমাদের কাছে হাসিনার মানবাধিকার লঙ্ঘনের প্রচুর প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছে তা হাসিনার সকল কাজের একটি সাক্ষ্য। এর বাইরেও হাসিনা কী কী করেছেন তার প্রচুর প্রমাণ আমাদের কাছে রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD