শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন




৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১৬ pm
শেয়ার বাজার শেয়ারবাজার Bonds Bond Investments Investment securitized units unit assets asset বন্ড বাজার চুক্তি ঋণপত্র ঋণ সুদ লিখিত চুক্তিপত্র বিনিয়োগ bond dhaka stock exchang dse
file pic

গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণের অর্থের জন্য ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে সুকুক ইস্যুর লক্ষ্যে শরীয়াহ এডভাইজরি কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। আর এই বৈঠকে সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসতিসনা এবং ইজারা পদ্ধতিতে তিন হাজার কোটি টাকার এই সুকুক বন্ডের মেয়াদ হবে সাত বছর। আলোচ্য সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে।

এতো আরও বলা হয়, বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআইডি) এর মাধ্যমে প্রকল্পটির আওতায় দেশের আটটি বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও বায় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD