শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন




পাল্টে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:৪১ pm
bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এই স্টেডিয়ামটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম করা হয়।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়াম দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক সময় এখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হতো। বর্তমানে এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হচ্ছে।

বাংলাসহ ৯ ভাষায়, ৬৩ প্রতিষ্ঠান ও ৮০ দেশে সম্প্রচারিত হবে চ্যাম্পিয়নস ট্রফি
প্রায় ৩৬ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম পরিবর্তনের ফলে এর ব্যবহারে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD