শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন




বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:০০ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax
file pic

আয়কর দিবস পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনরূপ কর অব্যাহতি পাবেন না। তাছাড়া, কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।

উল্লেখ্য, ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার শেষ দিন ছিল আজ। অফিস চলাকালীন নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে আগের মতো সনাতনী পদ্ধতিতে কাগুজে রিটার্ন দিয়েছেন করদাতারা। আর অনলাইনে যারা রিটার্ন দেবেন, তারা রাত ১২টা পর্যন্ত জমা দেওয়ার সুযোগ পাবেন। এবার অন্য বারের মতো কর অঞ্চলগুলোতে রিটার্ন জমার জন্য করদাতাদের তেমন ভিড় নেই। এ বছর অনলাইনে রিটার্ন জমাকে উৎসাহিত করছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সম্মানিত করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতাবান্ধব করার ফলে ইতোমধ্যে এ বছর ১৪ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৪ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD