শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন




বিদ্রোহ প্রত্যাহার, অনুশীলনে ফিরবেন নারী ফুটবলাররা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:০৭ pm
women football Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে নারী মহিলা
file pic

অবশেষে বিদ্রোহ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিরণ জানান, অনুশীলন বয়কট করা সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলারের সঙ্গে আলোচনার পর সংকট সমাধানের পথ বেরিয়ে এসেছে। ফুটবলাররা তাদের অনড় অবস্থান থেকে সরে দাঁড়িয়ে ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

কিরণ বলেন, ‘সভাপতি ও আমার পক্ষ থেকে আমরা মেয়েদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে গেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি এবং আজ তাদের সঙ্গে বসেছিলাম। তারা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখনই নয়। আমাদের ক্যাম্প ২৪ তারিখ বন্ধ হয়ে যাবে, কারণ দল সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে। মেয়েরা বিরতি চেয়েছে, এরপর তারা ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে। আজ আমি ১৮ জনের সঙ্গেই কথা বলেছি, এবং তারা সবাই একমত হয়েছে।’

ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর কোচসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হবে বলে জানান কিরণ। তিনি বলেন, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ ও ফুটবলারদের নিয়ে সভা হবে, যাতে সকল মতানৈক্য দূর করা যায়। একসঙ্গে খেলতে হলে পারস্পরিক সমঝোতা জরুরি। মেয়েরা যোগ দিয়ে নতুন চুক্তিতেও সই করবে।’

এর আগে ১৮ বিদ্রোহী ফুটবলারকে ছাড়াই অনুশীলন চালিয়ে গেছেন কোচ পিটার বাটলার। তিনি সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের মোট ৩৭ জন খেলোয়াড়কে অনুশীলন করিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচগুলোর জন্য ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে দল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD