বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন




চাঁদাবাজি-মব জাস্টিস কমেছে: সেনা সদর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:০২ pm
Inter-Services Public Relations ISPR আইএসপিআর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরInter-Services Public Relations ISPR আইএসপিআর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR
file pic

সেনাবাহিনীর কর্মতৎপরতায় সারা দেশে মব জাস্টিস-চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

কর্নেল শফিকুল ইসলাম বলেন, আমরা আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখছি। শুধু মব জাস্টিস নয়, যে কোনো ধরনের চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে। কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে, সেগুলো নজর রাখছি। অদূরভবিষ্যতে আরও কমে আসবে।

সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে তদন্ত চলমান আছে জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী বনানী এলাকায় ডাকাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত। তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। জনগণের আস্থার জায়গায় সব সময় সেনাবাহিনীকে পাবেন।

বাজার নিয়ন্ত্রণে সরকার সহায়তা চাইলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে বলেও জানান তিনি।

বান্দরবানে ২২ জন রাবার শ্রমিক অপহরণের বিষয়ে তিনি বলেন, তাদের কোনো একটি গ্রুপ অপহরণ করেছে। তাদের উদ্ধারের জন্য টহল চলমান রয়েছে।

কর্নেল শফিকুল বলেন, কুকি চিনের দৌরাত্ম্য অবরোধ করতে পেরেছি। তাদের কয়েকটি ক্যাম্প ধ্বংস করতে পেরেছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD