বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন




গ্যাসের দাম বাড়লে একটার পর একটা কারখানা বন্ধ হবে: বিটিএমএ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৬:৩১ pm
Bangladesh Textile Mills Association BTMA বিটিএমএ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এসোসিয়েশন
file pic

শিল্পখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৭০ টাকা করলে একটার পর একটা কারখানা বন্ধ হবে বলে দাবি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

শওকত আজিজ রাসেল বলেন, গ্যাসের দাম ৭০ টাকা করলে তা কোনোভাবেই টেকসই হবে না। এতে নতুন কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবে না। ব্যাংক কোনো নতুন প্রকল্পে অর্থায়ন করছে না। বর্তমানে এক কিউবিক মিটার গ্যাসের দাম ৩০ টাকা। এটা বাড়িয়ে নতুন বিনিয়োগকারীদের জন্য ৭০ টাকা প্রস্তাব করা হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ডিটিজি-এর ১৯তম সংস্করণ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিটিএমএ এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকংয়ের যৌথ উদ্যোগে ২০০৪ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন করা হচ্ছে।

৩৩টি দেশের এক হাজার ৬০০টি স্টল এবং এক হাজার ১০০-এরও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড সম্মিলিতভাবে প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

মেলায় প্রদর্শিত হবে টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ। এছাড়াও থাকবে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার। পাশাপাশি, ডিটিজি ফ্যাশন শো থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৫, আইসিসিবির ৩ নম্বর হলে পরিবেশিত হবে। অন্যান্য সংস্করণের মতো এবারও ডিটিজি মেলাটি সুযোগ করে দেবে এক ছাদের নিচে দেশি-বিদেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার, সাপ্লাইয়ার প্রত্যেককে একত্রে যুক্ত হবার।

দেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের স্টেকহোল্ডারদের জন্য এ আয়োজনটিতে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। প্রদর্শনীটির লক্ষ্য, স্থানীয় উদ্যোক্তাদের সংশ্লিষ্ট শিল্পে আরও বিনিয়োগে আগ্রহী করে তোলা এবং অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে অদের পরিচয় ঘটানো। ডিটিজি মেলাটি বিশ্বব্যাপী বাংলাদেশ ও বিটিএমএর ভাবমূর্তির পরিচায়ক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD