বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন




বাংলাদেশকে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসাথে দিতে সম্মত হয়েছে আইএমএফ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৩১ pm
imf আইএমএফ International Monetary Fund আন্তর্জাতিক মুদ্রা তহবিল
file pic

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে তাদের ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসাথে দিতে সম্মত হয়েছে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আগামী এপ্রিল মাসে নির্ধারিত রিভিউ মিশন এবং জুন মাসে আইএমএফ’র বোর্ড সভায় অনুমোদনের পর এ কিস্তি দু’টির অর্থ একসাথে আগামী জুনে ছাড় করা হবে।’

এতে বলা হয়, আইএমএফ ২০২৩ সালে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করে যার তিন কিস্তি বাবদ ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ইতোমধ্যে পাওয়া গেছে।

বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা সাপেক্ষে আইএমএফ ঋণের কিস্তির অর্থ ছাড় করে থাকে। বাজেট সাপোর্ট প্রোগ্রামের আওতায় যে সকল সংস্কার কার্যক্রম নেয়া হয় তার মধ্যে কিছু কার্যক্রম বাস্তবায়নে নির্ধারিত সময়ের চাইতে বেশি সময় প্রয়োজন হতে পারে। সে কারণে বাংলাদেশ সরকার এবং আইএমএফ যৌথভাবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্ধারিত দু’টি কিস্তি একসাথে ছাড়ের বিষয়ে সম্মত হয়। আইএমএফ চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ একসাথে ছাড় করার বিষয়ে সম্মত হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD