বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন




বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:১১ am
shop food ভোজ্যতেল চিনি আটা mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান
file pic

প্রতিদিনই কোনো না কোনো প্রয়োজনে মার্কেট বা দোকানে যেতে হয় ঢাকাবাসীর। এমন বাস্তবতায় রাজধানীতে প্রতিদিনই এলাকাভিত্তিক মার্কেট বন্ধ থাকে। এ অবস্থায় বাসায় থেকে তা না জেনে বের হলে ফিরে আসতে হয়। ফলে ভোগান্তি পোহাতে হয়।

রাজধানীতে সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। সেগুলো সম্পর্কে জানা থাকলে আমাদের জন্য সুবিধা হয়। সপ্তাহের বুধবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকে, তা এক নজরে দেখে নেয়া যাক-

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD