বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন




সাবেক আইজিপি শহিদুল হকের ২ বস্তা নথি জব্দ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:৫৬ pm
police রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি police vigilant পুলিশ অভিযান
file pic

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের ১২ কোটি টাকার এফডিআর, জমির দলিলসহ দুই বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার রাতে মিরপুরে তার এক আত্মীর বাসা থেকে নথিগুলো উদ্ধার করা হয়।

দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি শহিদুল হকের বিরুদ্ধে একটি অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে গোয়েন্দা তথ্যে দুদক জানতে পারে শহিদুল হক নিজের অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার এক নিকটাত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন। এরপর সেখানে থেকে আরেক আত্মীয়ের বাসায় সেসব নথি পাঠানো হয়। ওইসব নথিতে শহিদুল হকের অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত সাবেক আইজিপি শহিদুল হকের এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালায়। ওই অভিযানে দুটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়।

জব্দ করা আলামতগুলোর মধ্যে বিপুল সম্পদের দলিল ছাড়াও বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারকের ছায়ালিপি, অফার লেটার ও ব্যাংক হিসাব বিবরণীসহ নানা তথ্য রয়েছে। পরবর্তীতে তদন্ত কার্যক্রমে সহায়তার লক্ষ্যে নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে এসব নথি জব্দ করে দুর্নীতি দমন কমিশন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD