বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন




রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতার আশঙ্কা, সীমান্তে বিস্ফোরণের শব্দ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১০:২৯ am
মিয়ানমার বার্মা উখিয়া Rohingya Refugee people Ethnic group Myanmar stateless Rakhine রাখাইন রোহিঙ্গা শরণার্থী জনগণ সংকট মিয়ানমার উচ্ছেদ বাস্ত্যুচ্যুত ক্যাম্প উখিয়া নাগরিক
file pic

আরসাপ্রধান আটক
মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জুনুনীর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকট বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইল্ল্যারবিল ও আছারবনিয়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের মংডু শহরে বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা গেছে।

গত রোববার (১৬ মার্চ) মধ্যরাতে নাশকতামূলক কর্মকাণ্ড করতে গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ বা আরসা) ১০ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব।

সাধারণ রোহিঙ্গাদের দাবি, আরসা প্রধানকে আটক করাই ক্যাম্পে অস্থিরতা হতে পারে। তাই তারা বাড়তি নিরাপত্তা জোরদারের দাবি জানান।

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনীর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারাও। ক্যাম্পের অপরাধ দমনে যৌথ অভিযান চালিয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় জন প্রতিনিধিরা।

টেকনাফ সাবারাং ইউনিয়ন নয়াপাড়ার বাসিন্দা সাজ্জাদ বলেন, এতদিন সীমান্তে কোনো বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা যায়নি। কিন্তু মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনীর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাত ৭টা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এতে আমরা আতঙ্কিত। সীমান্ত ও ক্যাম্প এলাকায় যেন প্রশাসনের টহল জোরদার করা হয়।

লেদা রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা আবু মুসা বলেন, রোহিঙ্গাদের মধ্যে যারা আরসা সমর্থন করে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এতে যেকোনো সময় বড় কিছু হতে পারে। এজন্য ক্যাম্পের ভেতরে যেন নিরাপত্তা জোরদার করা হয়।

২২নং ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, যারা আরসা করেন, তার সমাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিভিন্ন হুমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় আছি।

টেকনাফ সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ বলেন, প্রায় ১৭ দিন বিরতির পর সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে আবারও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। রাত সোয়া ৮টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট এ শব্দ ভেসে আসে। আর বিস্ফোরণের শব্দটি শোনার পরপরই মংডু শহরে আগুন জ্বলতে দেখা গেছে। এখনো ( রাত ১০ টা ) এপার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প আরসার সদস্য হিসেবে পরিচয়ধারীরা একক নিয়ন্ত্রণ করতে চায়। ক্যাম্পের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, সালিশ-বৈঠক, মাদক কারবার ও চোরাচালানে তারা কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না। তবে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঝিরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করলে পরে মাঝিদের তার্গেট করে হত্যা করা হয়।

এ ব্যাপারে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, বিস্ফোরণের বিকট শব্দে এপারে বসত ঘরসহ নানা স্থাপনা কেঁপে উঠার ঘটনার পরপর বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD