বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন




জি এম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৫:১৭ pm
Anti Corruption Commission acc দুর্নীতি দমন কমিশন দুদক Dudok
file pic

মনোনয়ন, পদ–বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, জি এম কাদেরের দুর্নীতি অনিয়ম ও অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক সূত্র জানায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন–বাণিজ্য করে ১৮ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ জি এম কাদেরের বিরুদ্ধে। এ ছাড়া দলীয় পদ–বাণিজ্য করে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেছেন।

দুদক সূত্র জানায়, জি এম কাদের নামে–বেনামে সিঙ্গাপুর, লন্ডন ও অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD