বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন




৬ নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫ ৯:০৮ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh Cricket- Bangladesh
file pic

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ৬ খেলোয়াড়।

বাংলাদেশ সিরিজেও শ্রীলঙ্কা খেলবে ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে। সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।

বাংলাদেশ– শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হতে যাচ্ছে। নতুন শুরুর ছাপ আছে শ্রীলঙ্কার ঘোষিত দলেও। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন—লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ইশিতা বিজেসুন্দরা।

তবে এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ইনিংসের সূচনা করবেন পাতুম নিশাঙ্কা। মিডল অর্ডারে অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনাঞ্জয়া ডি সিলভার ওপরই থাকবে দলের ভরসা।

শ্রীলঙ্কা স্কোয়াড
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নি শাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, ইশিতা বিজেসুন্দরা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, আকিলা দনাঞ্জয়া, মিলন রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্ডো ও কাসুন রাজিতা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD