বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন




ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ ১১:৪৪ am
Hotline telephone helpline হটলাইন head phone জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পুলিশ call centre center telephone service কল সেন্টার police Triple Nine 999 Triple 9 ট্রিপল নাইন ৯৯৯ National Portal ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস
file pic

ইসরায়েলের হামলায় জ্বলছে তেহরানের একটি তেল শোধনাগার/ সংগৃহীত ছবি
তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে।

রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
+ ৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD