বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন




এইচএসসি পরীক্ষায় যেসব নির্দেশনা মানা বাধ্যতামূলক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ ১২:০১ pm
HSC exams HSC এইচএসসি class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল
file pic

দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বাড়তি সতর্কতা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা চলাকালে যেন কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে, সেজন্য কেন্দ্রগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালের দিকে এইচএসসি পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ‘অতীব জরুরি’ শ্রেণির একটি চিঠি জারি করা হয়। এতে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের কাছে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশ পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাস ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাকেন্দ্রে বিশেষ কিছু নিয়ম মানতে হবে। নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাস্ক পরা বাধ্যতামূলক। সঙ্গে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেও বলা হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

* কেন্দ্রে প্রবেশের সময় সবার মাস্ক পরা বাধ্যতামূলক।

* কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

* ডেঙ্গু নিয়ন্ত্রণে কেন্দ্রের ভেতরে ও চারপাশে নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

* পরীক্ষা শুরুর আগে মশার ওষুধ স্প্রে করতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হবে।

* আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে।

* প্রত্যেক কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে। এজন্য সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

* অভিভাবকদের কেন্দ্রের সামনে ভিড় না করার বিষয়ে সচেতনতা চালাতে হবে। এর জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রচারণা চালাতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষক, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার মাধ্যমে সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD