সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের দু’ বিষয়ে সবাই একমত হয়েছে। এ দু’টি বিষয় হচ্ছে-আস্থা ভোট ও অর্থবিল। এই দু’ বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।
মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে এসব কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আরো কয়েকটি দলের সাথে সংবিধান সংশোধনী বিল যুক্ত করেছে। আমাদের আরেকটা অবস্থান আছে, আমরা লিখিত প্রস্তাবে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় (যুদ্ধ পরিস্থিতির মতো বিষয়) থাকলে সে ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে-আস্থা ভোট ও অর্থবিল জাতীয় সনদে উল্লেখ থাকবে। এখানে সবার স্বাক্ষর থাকবে। বাকি দু’ বিষয় সংযুক্ত থাকবে। আমরা দায়িত্বপ্রাপ্ত (ক্ষমতায় গেলে) হলে বাকি দু’ বিষয় সেখানে সংযুক্ত করতে পারব।’
উল্লেখ, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বাংলাদেশের সংসদ সদস্যদের দলের বিপক্ষে ভোট দিলে আসন হারানোর বিধান রয়েছে। এটি একটি বিতর্কিত ধারা। এই ধারা দলের হুইপকে কঠোরভাবে মেনে চলতে বাধ্য করে এবং সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ সীমিত করে।Traditional print newspaper
৭০ অনুচ্ছেদের মূল বিষয় হলো :
যদি কোনো সংসদ সদস্য সংসদের সামনে তার দলের বিরুদ্ধে ভোট দেন বা ভোটদানে বিরত থাকেন, তবে তিনি তার সংসদ সদস্যপদ হারাবেন।
এই বিধান সদস্যদের স্বাধীনভাবে ভোট দেয়ার অধিকারকে সীমিত করে এবং দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
এই ধারা সংসদকে একটি রাবার স্ট্যাম্প সংস্থায় পরিণত করে বলে অনেকে মনে করেন, কারণ, সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না।
এটি সংসদ সদস্যদের বিবেক অনুযায়ী ভোট দেয়ার সুযোগকে সীমিত করে।
ধারাটিকে অনেকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে মনে করেন, কারণ, এটি সংসদ সদস্যদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার অধিকার খর্ব করে। অন্যদিকে অনেকে মনে করেন, এই ধারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।