বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন




ইরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল: ম্যাঁক্রো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১:০৭ pm
Emmanuel Macron President of France ম্যাক্রোঁ-Macron ম্যাক্রোঁ Macron ইমানুয়েল ম্যাক্রোঁ Emmanuel Macron ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ. ফ্রান্সের রাষ্ট্রপতি
file pic

ইরানের সরকার পরিবর্তনের প্রচেষ্টা নিয়ে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। তিনি বলেছেন, তেহরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। খবর আল জাজিরা

সোমবার (১৬ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, যারা মনে করেন, বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে ‘উদ্ধার’ করা যায়, তারা বরাবরই ভুল করে এসেছেন।

এ সময় তিনি ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানান।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD