কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা এখন ঢাকায়। তিনি অভিনয় ছেড়েছেন, ছেড়েছেন দেশও। থাকেন যুক্তরাষ্ট্রে। কালে-ভদ্রে আসেন দেশে। এবার যেমন এলেন পাঁচ বছর পর। কয়েকদিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
এর আগে শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সে সময় তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন তিনি।