বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:০২ অপরাহ্ন




প্রস্তুতিতে শাকিব খান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৪ am
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। ক’দিন আগেই দেশে ফিরে এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবির শুটিংয়ের জন্য। ঢাকাই চলচ্চিত্রের এই মেগাস্টার এরইমধ্যে ধরা দিলেন নতুন লুকে। শাকিব খান সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন।

গাঢ় সবুজ রঙের পোশাকের সঙ্গে চাপ দাড়ি, শাকিবের এই লুক নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। ধারণা করা হচ্ছে, ‘সোলজার’ ছবিতে শাকিবকে এই লুকেই দেখা যাবে। জানা গেছে, বর্তমানে এ ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছেন শাকিব। এরইমধ্যে লুকে বদল এনেছেন তার জন্য। ৫ই অক্টোবর থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, শাকিব ছাড়াও এ ছবির কাস্টিংয়ে থাকছে নানা চমক।

শাকিবের বিপরীতে এখানে দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। দেশপ্রেম ও অ্যাকশন-নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ‘সোলজার’। পরিচালনায় সাকিব ফাহাদ। বাংলাদেশ ছাড়াও ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে।

এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, দেশপ্রেমের সিনেমা মানে এতদিন দর্শক ছকে বাঁধা গল্প দেখেছে। কিন্তু সোলজার দিয়ে ‘জেন-জি’ থেকে শুরু করে সবশ্রেণির দর্শক নতুন এক আধুনিক ও সমসাময়িক দেশপ্রেমের গল্প দেখতে পাবেন। এদিকে, সোলজারে দেশ-বিদেশের সেরা টেকনিক্যাল টিম কাজ করছে বলেও জানা গেছে।

এতে হলিউড-বলিউডে নিয়মিত কাজ করা ফাইট ডিরেক্টরও থাকছেন। সেইসঙ্গে সিনেমাটোগ্রাফার হিসেবে থাকছেন কামরুল হাসান খসরু, যিনি ‘মনপুরা’, ‘হাওয়া’, ‘দেবী’- সিনেমাগুলোতে কাজ করেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD