বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন




চলতি মাসেই সবুজ সংকেত পাচ্ছেন বিএনপির ২০০ প্রার্থী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ১১:৪৮ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই করছে বিএনপি। চলতি মাসের মাঝামাঝি দুই শতাধিক আসনের প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে। একইসঙ্গে ৩০০ আসনে একক প্রার্থীর বাইরে আরো দুজন করে প্রস্তুত রাখবে দলটি। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপিÑএমন সতর্কবার্তা ইতোমধ্যে মনোনয়নপ্রত্যাশীদের দেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, এবারের নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জের। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে দলটি। এরই অংশ হিসেবে প্রতিটি আসনে তিনজন করে প্রার্থী প্রস্তুত রাখা হবে। চলতি মাসে প্রাথমিকভাবে দুই শতাধিক আসনে প্রার্থীদের ‘সবুজ সংকেত’ দিয়ে দেবে। বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা তফসিলের আগেই। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনার পর এটা চূড়ান্ত করা হবে। সব আসনে একক প্রার্থীর পাশাপাশি বিকল্প আরো দুজনকে প্রস্তুত রাখা হবে। বিএনপি নেতাদের মতে, এবার নির্বাচনে চলতি মাসেই ‘সবুজ সংকেত’ পাচ্ছেন ২০০ প্রার্থী।

বহুমুখী প্রস্তুতি রাখা হবে। থাকবে বিকল্প প্রস্তুতিও। মনোনয়ন পাওয়া কোনো প্রার্থী মামলা জটিলতা বা নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বাদ পড়লে সেখানে বিকল্প প্রার্থী দেওয়া হবে। এছাড়া তফসিলের আগে ‘সবুজ সংকেত’ পাওয়া প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে বিকল্প প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন।

দলটির শীর্ষ নেতাদের দাবি, বেশিরভাগ রাজনৈতিক দল ইতোমধ্যে একক প্রার্থী ঘোষণা করেছে। মাঠের বাস্তবতায় এবার তফসিল ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করতে হচ্ছে বিএনপিকে।

যে প্রক্রিয়ায় প্রার্থী তালিকা চূড়ান্ত

সূত্র জানায়, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে দলটি। এজন্য সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও দলটির নিজস্ব একাধিক উইং কাজ করছে। পাশাপাশি বেসরকারি কয়েকটি সংস্থার মাধ্যমেও জরিপ চালানো হয়েছে। সংস্থাগুলোর কাছ থেকে নেতাদের জনপ্রিয়তার পাশাপাশি

ইমেজের বিষয়েও খোঁজ-খবর নেওয়া হয়েছে।

এছাড়া প্রার্থী বাছাইয়ে স্থানীয় সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকেও মতামত নিয়েছে বিএনপি। দলের বড় কোনো পদে নেই এবং প্রার্থী হওয়ার কথাও ভাবছেন নাÑএমন নেতাদের মাঠে পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম। এসব বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের দলের ঐক্য বজায় রাখার জন্য তৎপর থাকতে বলা হয়েছে। পাশাপাশি দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থারও সতর্কবার্তা দেওয়া হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের।

প্রার্থীদের যোগ্যতা বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রার্থী মনোনয়নে শুধু দলীয় সমর্থক নয়, এর বাইরেও কিছু বিষয় দেখা হবে। এলাকার সমস্যা সম্পর্কে সচেতন, মানুষের সঙ্গে সম্পৃক্ততা, তাদের সমস্যা সমাধান করতে সক্ষমÑএমন নেতাকে এবার মনোনয়ন দেওয়া হবে। শুধু দল দিয়ে তো নির্বাচন হবে না। নির্বাচনে বিভিন্ন ধরনের মানুষের অংশগ্রহণ থাকে। কাজেই যার জনসমর্থন আছে, তাকে খুঁজে বের করার চেষ্টা করব। শুধু দলীয় সমর্থন নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন আছেÑএ রকম মানুষ খুঁজছি।

তিনি আরো বলেন, একইসঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষ, তরুণ, নারী, মুরব্বিসহ ছাত্রছাত্রী সবার সঙ্গে যোগাযোগ আছেÑএ ধরনের মানুষকেই প্রাধান্য দেব।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন  বলেন, ‘এখনো আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি ও মনোনয়ন বোর্ডের সদস্য সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম যাচাই-বাছাই করছে। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চূড়ান্ত প্রার্থীদের বাইরে বিকল্প প্রার্থী রাখা হবে কি নাÑএমন প্রশ্নে তিনি বলেন, ‘আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এ বিষয়ে আলোচনা চলছে।’

দ্রুত সময়ের মধ্য দলীয় প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন জানান, খুব শিগগির আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা চূড়ান্ত নয়। তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা চূড়ান্ত মনোনয়ন দেব।

তিনি এও বলেন, প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন। অনেক আসনে আমাদের পাঁচ-সাতজন, এমনকি ১০ জন করেও যোগ্য প্রার্থী আছেন। সুতরাং একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের বিষয়টি আমাদের দেখতে হচ্ছে। আমার দেশ




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD