ঈদের বাইরে কোনো সিনেমাই চলছে না। যার কারণে ভালো ছবিগুলো সব একসঙ্গে মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজক-পরিচালকরা ঈদেই। এর বাইরে যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, সেগুলো মুখ থুবড়ে পড়ছে। বন্ধ হচ্ছে সিনেমা হল। এরইমধ্যে ঢাকা ও এর বাইরের বেশ কিছু বড় হল বন্ধের ঘোষণা এসেছে।
অনেক হলমালিকই বলছেন, বড় আয়োজনের ছবি ঈদের বাইরেও মুক্তি দেয়ার কথা। বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরেই কথা হচ্ছে। কিন্তু কাজের কাজ হচ্ছে না। ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানও এ নিয়ে কথা বলেছেন। তার কথায়, ঈদের বাইরে নিজেকে প্রমাণ করে এ পর্যন্ত এসেছি। তার কথা সত্যি হলেও এখন প্রেক্ষাপট ভিন্ন। আগের মতো হলসংখ্যা কিংবা প্রযোজক নেই এখন।
প্রযোজনা প্রতিষ্ঠানও চায় তাদের ছবি ঈদে মুক্তি পাক। ‘দরদ’ বাদে শাকিব খানের বেশির ভাগ ছবিই গত কয়েক বছর ধরে ঈদেই মুক্তি পেয়েছে। অন্য ছবিগুলোর তুলনায় ‘দরদ’ এর অবস্থাও খুব একটা সুখকর ছিল না। দেশের হলে ছবিটি ব্যবসা সফলতা সে অর্থে পায়নি। এই যখন অবস্থা, তখন শাকিব খান আবারো আসছেন ঈদের বাইরে।
তার শুটিং চলতি সিনেমা ‘সোলজার’ মুক্তির কথা রয়েছে ডিসেম্বরে। সাকিব ফাহাদ পরিচালিত এ ছবিতে তার নায়িকা তানজিন তিশা। বর্তমানে এফডিসিতে এ ছবির শুটিং চলছে। ঈদের বাইরে এ ছবি দিয়ে শাকিব কি এবার ইন্ডাস্ট্রির মোড় ঘোরাতে পারবেন? যদি তিনি পারেন, তাহলে ঈদের বাইরে বড় ছবি মুক্তির একটা রীতিও চালু হতে পারে। সেটা হবে দেশের চলচ্চিত্রের জন্য একটি বড় ইতিবাচক দিক।