সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন




ইসি মেরুদণ্ডহীন, অবাধ নির্বাচন সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৫:২৪ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters
file pic

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) মেরুদণ্ডহীন। তাদের দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৯ অক্টোবর) প্রতীক নিয়ে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকাল ১১টার দিকে প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেন এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল।

হাসনাত আবদুল্লাহ বলেন, যে মার্কাগুলো দেয়া হয়েছে বিভিন্ন সময়, কোন নীতিমালার ভিত্তিতে সেগুলো দেয়া হয়েছে, সেটারও কোনও স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ, নির্বাচন কমিশন, মধ্যযুগীয় বর্বর যে শাসনব্যবস্থা দেখতাম; যেখানে রাজা যেভাবে ইচ্ছা আইন প্রণয়ন করে, সেভাবেই সেটা বাস্তবায়ন করে। নির্বাচন কমিশনের আচার-আচরণে আমরা এ ধরনের, আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, কিন্তু আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাহদের আচার-আচরণের সঙ্গে তাদের একটা সাদৃশ্য রয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। যতক্ষণ না নির্বাচন কমিশন আইনগত জায়গা থেকে কথা না বলবে, আমরা ধরে নেবো এ সিদ্ধান্তগুলো, ধরে নেয়ার বিষয় না; এটি এখন স্পষ্ট, এ সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে চাপিয়ে দেয়া। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোলটা আসলে অন্য জায়গায়।

হাসনাত আব্দুল্লাহ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন- দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা। প্রধান নির্বাচন কমিশনার ইসিতে অনুপস্থিত থাকায় কমিশন সচিবের সঙ্গেই বৈঠক করেন তারা।

জানা গেছে, প্রতীক ইস্যুতে কমিশনকে সিদ্ধান্ত জানানোর শেষ দিন আজ। শাপলা প্রতীকের জন্য অনড় অবস্থানে থাকা দলটিকে বিকল্প প্রতীক নিতে বলেছিল নির্বাচন কমিশন। সে বিষয়ে আলোচনা করতেই ইসির সঙ্গে বৈঠক করেছে দলটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD