চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবথেকে বেশি অনুসারীও তার। নামই শুধু নয়, এমনিতেও নিজেকে সব সময় পরী ভাবেন এই নায়িকা।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, নিজেকে সব সময় পরী মনে করি। কারণ আমি সব সময় উড়তে থাকি। আমার দুটো বাচ্চাই আমার ডানা। আমার সমস্ত খুশি ওরা। আর ওদেরও মা-ভক্ত হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি ওরকমই একজন মা।
নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, নতুন কাজের জন্য রেডি হচ্ছি। আপনারা যেভাবে রিসিভ করবেন, আমার কোনো সমস্যা নেই। আমি সবভাবেই গর্ববোধ করবো। এ ছাড়া, অ্যাওয়ার্ড পেয়ে তিনি বলেন, আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই অনেক স্পেশাল। কারণ ভালো কাজের স্বীকৃতি যখন থাকে, তখন আমার নিজেকে সত্যি সত্যিই পরী মনে হয়। এ ছাড়া তিনি বলেন, এই অ্যাওয়ার্ডটি আমি ‘বুকিং’র জন্য পেয়েছি।
আমার মাতৃত্বকালীন সময়ে মাদারহুডের যে জার্নিটা ছিল, সেই জার্নি শেষ করে এটা আমার প্রথম কাজ। ওই সময়ে আমি ভাবছিলাম যে, কী এমন করা যায় যাতে আমি ক্যামেরার সামনে গিয়ে আমার বাবুকে নিয়ে ঠিকভাবে থাকতে পারবো, এমনকি পুরো জার্নিটা তুলে ধরতে পারবো, তার জন্য একটা ট্রায়াল ভার্সন ছিল। কিন্তু এটায় মানুষ এত ভালোবাসা দিয়েছে যে, মনে হচ্ছে এটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা।