সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন




দাবি ইরানি মন্ত্রীর

আঞ্চলিক শান্তি হুমকির মুখে ফেলছে ইসরাইল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ১০:৫৫ am
Western Wall Al-Aqsa Al Aqsa Mosque Church Holy Sepulchre Tel Aviv ইসরায়েল ইসরায়েলি শেকেল জেরুসালেম ইহুদী তেলআবিব তেল আবিব ইসরাইল Western Wall Al-Aqsa Al Aqsa Mosque Church Holy Sepulchre Tel Aviv ইসরায়েল ইসরায়েলি শেকেল জেরুসালেম ইহুদী তেলআবিব তেল আবিব ইসরাইল
file pic

ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসেদ্দিন হোসেইনি বলেছেন, ইহুদিবাদী শাসনব্যবস্থা (ইসরাইল) অঞ্চলটির শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চাচ্ছে।

রোববার (১৯ অক্টোবর) জেনেভায় অনুষ্ঠিত ১৫১তম আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামসেদ্দিন হোসেইনি বলেন, ইরান আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে কোনো প্রয়াস বাদ দেবে না—যার লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণভাবে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

সাম্প্রতিক কাতারে ইসরাইলি আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, কাতারে ইসরাইলি শাসনব্যবস্থার এই সন্ত্রাসী হামলা জাতিসংঘ সনদের নীতিমালা, আন্তর্জাতিক আইনের মৌলিক বিধান এবং প্রতিবেশী কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।

হোসেইনি আরও জোর দিয়ে বলেন, ইরান সবসময়ই বলেছে—আঞ্চলিক দেশগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান কোনো প্রচেষ্টা থেকে বিরত থাকবে না।

‘সংকটকালে মানবিক নীতিমালা রক্ষা এবং মানবিক কার্যক্রমকে সহায়তা’ এই মূল প্রতিপাদ্য নিয়ে রোববার জেনেভায় শুরু হয়েছে ১৫১তম আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন। ইরানের উপ-স্পিকার হামিদরেজা হজিবাবাঈর নেতৃত্বে আয়োজিত এ বৈঠক চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD