বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন




ইসির দেয়া শাপলা কলি গ্রহণ করলো এনসিপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৫:৫০ pm
water lily shapla water lily symbol শাপলা কলি National Citizen Party NCP জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ফুল শাপলা
file pic

প্রতীক হিসেবে শাপলা নয়, শেষমেশ শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেছেন।

এর আগে এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, এনসিপি শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন। শাপলা নিয়ে আমরা একবিন্দু ছাড় দিতে চাই না।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেব। দলের তৃণমূল নেতারা কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে। তৃণমূল কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে।

তিনি বলেন, দেশবাসীর কাছে আমরা শাপলা কলিও নিয়ে কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে একধাপ এগিয়ে শাপলা কলি হয়েছে। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। সে জায়গাটায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তাঁরা একধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি এবং শাপলা যুক্ত করেছে।

এনসিপি নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশের যেকোনো প্রান্তের মানুষ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়ে তাঁদের অফিসে আসলে তারা সেটা বিবেচনা করবেন।

নির্বাচন কমিশন যাতে দ্রুত সময়ে এনসিপির নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন, সেই আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

এদিন সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এ সময় ইসি সচিব সচিব আখতার আহমেদ ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD