বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন




নবীজি যে দোয়া সবচেয়ে বেশি করতেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১১:২৫ am
namaz namaj salat নামাজ সালাত Baitul Mukarram National Mosque-বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-Outlookbangla.com-আউটলুকবাংলা ডটকম গুলশানে মুহিতের প্রথম জানাজা সম্পন্ন dua দোয়া দু'আ doa dua দোয়া দুআ masjid masazid maszid islam azan dua doa ajan আজান দোয়া আযান মাসজিদ মাসাজিদ ইসলাম
file pic

কুরআনের এমন একটি দোয়া; যা কেবল আল্লাহর কাছে শুধু আশ্রয়ের প্রার্থনা নয়, বরং এটি মানুষের দুনিয়া ও পরকালের জীবনকে সুস্থ, শান্তিপূর্ণ ও বরকতময় করার আবেদন। সবচেয়ে দামি এ দোয়াটি কুরআনে বর্ণিত হয়েছে এবং নবী (সা.) সবচেয়ে বেশি করতেন- আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আজাবান নার।

অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আজাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা: ২০১) (সহিহ বুখারি: ৬৩৮৯)

যে কারণে দোয়াটি সবচেয়ে দামি

নবী (সা.) এই দোয়াটি সবচেয়ে বেশি পছন্দ করতেন এবং এর প্রতি গুরুত্ব দিতেন, কারণ এতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ একত্রে প্রার্থনা করা হয়েছে এবং এর সঙ্গে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাওয়া হয়েছে। হযরত আয়েশা (রা.) বলেন- আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ‘জাওয়ামে’ অর্থাৎ দুনিয়া ও আখিরাতের কল্যাণ বা সব মুসলমানদের কল্যাণ প্রার্থনা অন্তর্ভুক্ত থাকে এমন দোয়া পছন্দ করতেন এবং এ রকম দোয়া ছাড়া অন্যান্য দোয়া পরিহার করতেন। (আবু দাউদ ১৪৮২)

ইসলাম কখনোই মুসলমানদের শুধু দুনিয়া বা আখিরাতের প্রতি একপেশে মনোযোগী হওয়ার উপদেশ দেয় না। এটি একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনকে সমর্থন করে, যেখানে দুনিয়া ও আখিরাতের মধ্যে সঠিক সমন্বয় প্রতিষ্ঠা করা হয়। ইসলাম দুনিয়াতে উত্তম জীবনযাপন, পরিবার ও দায়িত্ব পালনের গুরুত্ব দেয় এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে বলে। স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানদের ভরণ-পোষণ এবং পরিবারকে সুস্থ ও সুখী রাখতে পরিশ্রম করা আল্লাহর কাছে নেক কাজ হিসেবে গণ্য হয়। দুনিয়া ত্যাগ বা সংসারের প্রতি অবহেলা করার শিক্ষা ইসলামে নেই; বরং সুষম জীবনযাত্রার মাধ্যমে একে অপরকে পরিপূরক হিসেবে এগিয়ে চলার উপদেশ দেওয়া হয়েছে।

দোয়ার ক্ষেত্রে নবীজির সুন্নত

দোয়া করার সময় আখেরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়ার কল্যাণও প্রার্থনা করা উচিত। এটাই সুন্নত ও নবিজির (সা.) শিক্ষা। আল্লাহর কাছে আখেরাতের বদলে দুনিয়ার শাস্তি বা দুনিয়ার অকল্যাণ প্রার্থনা করা ইসলামের শিক্ষা নয়। যা নবীজির (সা.) একটি হাদিস থেকে প্রমাণিত-

হযরত আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) একবার খুব অসুস্থ এক ব্যক্তিকে দেখতে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমি দোয়া করেছিলাম, আল্লাহ যেন আমাকে আখিরাতে শাস্তি না দিয়ে আমার অপরাধের শাস্তি এই দুনিয়াতেই দিয়ে দেন! আল্লাহর রাসুল (সা.) বললেন, ওই শাস্তি সহ্য করার ক্ষমতা আপনার নেই। বরং আপনি দোয়া করুন- হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আজাব থেকে রক্ষা করুন! (সহিহ ইবনে হিব্বান: ৯৪১)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD