বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন




বিএসটিআই’র সব সেবা পাওয়া যাবে অনলাইনে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৭:৩১ pm
Bangladesh Standards and Testing Institution bsti বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই
file pic

পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গ্রাহকের সব সেবা অনলাইনে দেবে। এ লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানটি ই-সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে এ সফটওয়্যারের উদ্বোধন করা হয়। বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্বে) মো. নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। এ সময় উপস্থিত ছিলেন বিটিএফ প্রকল্পের উপ-প্রধান ফুয়াদ এম খালিদ হোসেন, অরেঞ্জ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল কবির এবং শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএসটিআই জানায়, ইউএসডিএর অর্থায়নে বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের আর্থিক এবং অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের কারিগরি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সেবাগ্রহীতারা পণ্যের মান সনদ (সিএম লাইসেন্স), ছাড়পত্র, হালাল সার্টিফিকেট, ম্যানেজমেন্ট সিস্টেমস সার্টিফিকেট, মেট্রোলজি লাইসেন্স, পণ্যের মোড়কজাত সনদ, পণ্য পরীক্ষণ প্রতিবেদন এবং বাংলাদেশ মান (বিডিএস) ই-সার্ভিস সিস্টেমের মাধ্যমে নিতে পারবেন।

এ সিস্টেম ব্যবহার করে একজন সেবাগ্রহীতা অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন দাখিল, পরিদর্শন নোটিশ, টেস্ট ফি প্রদান এবং এ্যাপ্লিকেশন ট্র্যাকিং করতে পারবেন। বিএসটিআই কর্মকর্তারা আবেদন পত্র যাচাই, পরিদর্শন প্রতিবেদন, স্যাম্পল কালেকশন নোটিফিকেশন, টেস্ট রিপোর্ট, লাইসেন্সের প্রস্তাব এবং সর্বোপরি লাইসেন্স ফি গ্রহণ সাপেক্ষে লাইসেন্স দিতে করতে পারবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD