বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন




স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায় যে দোয়ায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৮:৫৯ pm
পাত্রী বোরকা হিজাব মুসলিম muslim girl girls বিয়ে-শাদী বিয়ে শাদী নিকাহ তালাক নিবন্ধন রেজিস্ট্রার কাজী লাইসেন্স মুসলিম বিবাহ মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন couple husband wife woman female partner marriage divorce widow spouse bride married relationship groom bridegroom বর মহিলা বউ স্বামী স্ত্রী স্বামী-স্ত্রী দাম্পত্য দম্পতি H-WH-W বিয়ে Rape ধর্ষণ রেপ যৌন নিগ্রহ নির্যাতন Homosexuality sexual sex সমলিঙ্গ পুরুষ নারী উভকামী রুপান্তরিত লিঙ্গ সমকামিতা পাত্রী মুসলিম muslim girl girls Rape ধর্ষণ রেপ যৌন নিগ্রহ নির্যাতন Homosexuality sexual sex সমলিঙ্গ পুরুষ নারী উভকামী রুপান্তরিত লিঙ্গ সমকামিতা বিয়ে-শাদী বিয়ে শাদী নিকাহ তালাক নিবন্ধন রেজিস্ট্রার কাজী লাইসেন্স মুসলিম বিবাহ মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন couple husband wife woman female partner marriage divorce widow spouse bride married relationship groom bridegroom বর মহিলা বউ স্বামী স্ত্রী স্বামী-স্ত্রী দাম্পত্য দম্পতি বিয়ে
file pic

মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন মহান আল্লাহ তায়ালা । তাদেরকে যে ভালোবাসা ও মহব্বতের পবিত্র সম্পর্ক দিয়েছেন, এটাতে আল্লাহর রহমত-বরকত রয়েছে। কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন, স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে পারে। তাই এ মধুর প্রেমময় সম্পর্ক টিকিয়ে রাখতে ও ভালোবাসা বৃদ্ধি করতে দোয়া করা উচিত।

আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন, যেন সে এ অসাধারণ দোয়া তার পরিবার পরিজনের জন্য করে।

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন,

وَالَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا উচ্চারণ: অল্লাজিনা ইয়াকুলূনা রব্বানা-হাবলানা-মিন আজওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-কুররাতা আইয়ুনিঁও অজআলনা-লিলমুত্তাকিনা ইমামা।

অর্থ: যারা (এই) বলে (দোয়া করে যে), হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান কর নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। (সুরা আল ফুরকান-৭৪)

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে ইসলাম কী বলেসোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে ইসলাম কী বলে
এ আয়াতের তাফসিরে মুফতি তাকি উসমানি বলেন, সাধারণত পিতা তার পরিবারবর্গের নেতা হয়ে থাকে। কুরআন মাজীদ তাকে এ দোয়া শিক্ষা দিচ্ছে। এর সারমর্ম হল, হে আল্লাহ! পিতা ও স্বামী হিসেবে আমি যখন স্ত্রী ও সন্তানদের নেতা, তখন আপনি আমার স্ত্রী-সন্তানদেরকে মুত্তাকি বানিয়ে দিন, যাতে আমি নেতা হই মুত্তাকিদের এবং তারা হয় আমার জন্য নয়নপ্রীতিকর।

এর বিপরীতে আমি না হই ফাসেক ও পাপীদের নেতা, যারা আমার জন্য আজাব না হয়ে দাঁড়ায়। যারা নিজ পরিবারবর্গের আচার-আচরণে অতিষ্ঠ, তাদের নিয়মিতভাবে এ দোয়াটি পড়া উচিত।

ঘুমানোর আগে যে দোয়া পড়লে ঈমানি মৃত্যুঘুমানোর আগে যে দোয়া পড়লে ঈমানি মৃত্যু
এটি এমন এক শক্তিশালী দোয়া যার উপর কোনো দোয়াই হতে পারে না। একটি দোয়ার মধ্যে জীবনের সবকিছু ঢুকিয়ে দিয়েছেন মহার আল্লাহ তায়ালা। দোয়াটিতে বলা হয় ‘চক্ষুশীতলকারী’ বানিয়ে দাও। মানুষ তার সন্তান, পরিবারের জন্য দোয়া করবে, সে যেন সুস্থ থাকে, সে যেন সব বিপদ-আপদ থেকে মুক্ত থাকে, তার যেন সবসময়ই কল্যাণ হয়।

‘চক্ষুশীতলকারী’র অর্থ কীভাবে বলা যায়? যত রকমভাবে পরিবার-পরিজন ভালো থাকা যায়, সেটাই আমরা দোয়া করছি। কারণ সবদিক থেকে ভালা থাকলেই মানুষের ‘চক্ষুশীতল হয়। তাই এ দোয়াটি আমরা বেশি বেশি পড়বো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD