অবশেষে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচ। এরপর আগামী ২৩ জানুয়ারি ঢাকায় ফাইনাল দিয়ে শেষ হবে ছয় দলের এই টুর্নামেন্ট।
এবার সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ। আজ থেকে শুরু হওয়া সিলেট পর্বের ১২টি ম্যাচ শেষ হবে ২ জানুয়ারি। এরপর বিপিএল যাবে চট্টগ্রামে, সেখানে ৫ থেকে ১২ জানুয়ারি হবে ১২টি ম্যাচ। এরপর বাকি ১০ ম্যাচ হবে ঢাকাতে।
গ্রুপ পর্বের খেলা শেষে ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর, একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি আর ফাইনাল ২৩ তারিখ। এই ম্যাচগুলো সবই হবে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। এই পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
বিপিএলের সবশেষ আসরে ৭টি দল অংশ নিলেও এবারের অংশ নিচ্ছে ৬টি দল। পূর্বের ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
চলুন এক নজরে দেখে নিই বিপিএলের পূর্ণাঙ্গ সূচি
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৬ ডিসেম্বর ২০২৫ সিলেট টাইটানস–রাজশাহী ওয়ারিয়র্স সিলেট বেলা ৩টা
২৬ ডিসেম্বর ২০২৫ নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালস সিলেট সন্ধ্যা ৭–৪৫ মি.
২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকা ক্যাপিটালস–রাজশাহী ওয়ারিয়র্স সিলেট বেলা ১টা
২৭ ডিসেম্বর ২০২৫ সিলেট টাইটানস–নোয়াখালী এক্সপ্রেস সিলেট সন্ধ্যা ৬টা
২৯ ডিসেম্বর ২০২৫ রংপুর রাইডার্স–চট্টগ্রাম রয়্যালস সিলেট বেলা ১টা
২৯ ডিসেম্বর ২০২৫ রাজশাহী ওয়ারিয়র্স–নোয়াখালী এক্সপ্রেস সিলেট সন্ধ্যা ৬টা
৩০ ডিসেম্বর ২০২৫ সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস সিলেট বেলা ১টা
৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স সিলেট সন্ধ্যা ৬টা
১ জানুয়ারি ২০২৬ সিলেট টাইটানস–ঢাকা ক্যাপিটালস সিলেট বেলা ১টা
১ জানুয়ারি ২০২৬ রংপুর রাইডার্স–রাজশাহী ওয়ারিয়র্স সিলেট সন্ধ্যা ৬টা
২ জানুয়ারি ২০২৬ ঢাকা ক্যাপিটালস–চট্টগ্রাম রয়্যালস সিলেট বেলা ২টা
২ জানুয়ারি ২০২৬ সিলেট টাইটানস–রংপুর রাইডার্স সিলেট সন্ধ্যা ৭টা
৫ জানুয়ারি ২০২৬ রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম বেলা ১টা
৫ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
৬ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস–সিলেট টাইটানস চট্টগ্রাম বেলা ১টা
৬ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস–রংপুর রাইডার্স চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি ২০২৬ সিলেট টাইটানস–রংপুর রাইডার্স চট্টগ্রাম বেলা ১টা
৮ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
৯ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম বেলা ২টা
৯ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানস চট্টগ্রাম সন্ধ্যা ৭টা
১১ জানুয়ারি ২০২৬ রংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম বেলা ১টা
১১ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস–ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
১২ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স–রংপুর রাইডার্স চট্টগ্রাম বেলা ১টা
১২ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস–ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
১৫ জানুয়ারি ২০২৬ ঢাকা ক্যাপিটালস–নোয়াখালী এক্সপ্রেস ঢাকা বেলা ১টা
১৫ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস–সিলেট টাইটানস ঢাকা সন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস–রাজশাহী ওয়ারিয়র্স ঢাকা বেলা ২টা
১৬ জানুয়ারি ২০২৬ ঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটানস ঢাকা সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালস ঢাকা বেলা ১টা
১৭ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস–রংপুর রাইডার্স ঢাকা সন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারি ২০২৬ এলিমিনেটর ঢাকা বেলা ১টা
১৯ জানুয়ারি ২০২৬ ১ম কোয়ালিফায়ার ঢাকা সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি ২০২৬ ২য় কোয়ালিফায়ার ঢাকা সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি ২০২৬ ফাইনাল ঢাকা সন্ধ্যা ৭টা