শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন




টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ ৬:১৯ pm
মুস্তাফিজ bcb mostafiz fiz fij cricket Mustafizur Rahman fiz fij cricket মোস্তাফিজুর রহমান
file pic

গত বছরে বল হাতে দারুণ সময় পার করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ রহমান। আইসিসি থেকে এবার সেটার পুরস্কারও পেলেন কাটার মাস্টার। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন মুস্তাফিজ।

টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে অবশ্য আগে থেকেই সেরা দশে ছিলেন মুস্তাফিজ। নতুন হালনাগাদের আগে কাটার মাস্টারের অবস্থান ছিল আট নম্বরে। আর এক ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন সপ্তম স্থানে। বাংলাদেশি এই অভিজ্ঞ পেসারের বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫।

মুস্তাফিজের পাশাপাশি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশ র‌্যাঙ্কিংয়ে পরির্বতন এসেছে আরও তিনটি। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৫৬।

এছাড়া, পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ ৬৯১ পয়েন্ট নিয়ে একধাপ উন্নতি করে আছেন পাঁচ নম্বরে। আর নয় থেকে আট নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস। তবে র‌্যাঙ্কিংয়ের সেরা চার বোলারের তালিকায় আসেনি কোনো পরিবর্তন।

৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা বোলারের বরুণ চক্রবর্তী। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৭৩৭। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন। আর চারে রয়েছেন কিউই পেসার জ্যাকব ডাফি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD