বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন




৫ বছর পর ঢাকায় শাবানা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৯ pm
Shabana Bangladeshi film actress shabana কিংবদন্তি অভিনেত্রী ঢালিউড রানি শাবানা আফরোজা সুলতানা রত্না
file pic

কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা এখন ঢাকায়। তিনি অভিনয় ছেড়েছেন, ছেড়েছেন দেশও। থাকেন যুক্তরাষ্ট্রে। কালে-ভদ্রে আসেন দেশে। এবার যেমন এলেন পাঁচ বছর পর। কয়েকদিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।

এর আগে শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সে সময় তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD