বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন




চমক রেখে বিশ্বজয়ী আর্জেন্টিনার দল ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৯:১২ am
মেসি Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা আর্জেন্টিনা
file pic

চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে ম্যাচ দুটি খেলবে আলবিসেলেস্তেরা। আগামী ১০ ও ১৩ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে দলের বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের দল ঘোষণা করে।

দলের প্রধান আকর্ষণ হলো তিন নতুন খেলোয়াড়ের ডাক। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি ২০২২ সালের জুনে জাতীয় দলের একমাত্র ম্যাচ খেলেছিলেন।

বর্তমানে ব্রাজিলের পালমেইরাস ক্লাবে খেলা ২৮ বছর বয়সী মরেনো তার ক্লাব পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। রিভার প্লেটে খেলা ২১ বছর বয়সী রিভেরো এবং আর্জেন্টিনার রেসিং ক্লাবে খেলা ২৮ বছর বয়সী ফাকুন্দোও প্রথমবার ডাক পেয়েছেন।

দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। তবে প্রথম ম্যাচে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল খেলবেন কি না তা অনিশ্চিত। কারণ এমএলএসের ঘরের মাঠের ম্যাচের কারণে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে ১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে আর্জেন্টিনার পথচলা শেষ হয়েছে।

২৮ সদস্যের স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।
ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যানিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD