বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন




চাকসু: ইশতেহারে এখতিয়ারের বাইরে প্রতিশ্রুতির ছড়াছড়ি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ১১:৩১ am
University of Chittagong Chattogram CU Hathazari চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি হাটহাজারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি
file pic

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৯ বছর পরও মেডিকেল সেন্টারটি মানসম্মত হয়নি। এটির আধুনিকায়ন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে একাধিকবার আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। কোনো ঘটনায় সামান্য আঘাত পেলেও শিক্ষার্থীদের চট্টগ্রাম শহরে হাসপাতালে রেফার করেন চিকিৎসক। জরাজীর্ণ এই মেডিকেল সেন্টারটিকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরের ‘স্বপ্নের’ কথা ইশতেহারে তুলে ধরেছে ছাত্রদল। পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। এদিকে, টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, আবাসন সংকট নিরসন, অটোমেশন পদ্ধতি, নারীবান্ধব কমনরুম চালুর মতো ‘পাহাড়সম’ প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রশিবির।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন উপলক্ষে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্রশিবিরের প্যানেলের মতোই আকাশচুম্বী প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে আরও কয়েকটি প্যানেল। তবে এখতিয়ারের বাইরে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সন্দেহের কথা বলছেন ভোটারসহ সংশ্লিষ্টরা। আবেগপ্রবণ হয়ে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকেই। তাদের মতে, চাকসুর হাতে তেমন কোনো ক্ষমতা নেই।

ছাত্রদলের ইশতেহার
নানা প্রতিশ্রুতি দিয়ে আট দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এতে উপদফা আছে ৭০টি। আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, হলে সিট সংরক্ষণ বাড়ানো, অনলাইন স্টুডেন্ট পোর্টাল চালু, প্রতিটি হলে রিডিং রুমের পাশাপাশি লাইব্রেরি স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি থেকে ক্যাম্পাসকে মুক্ত করা, ওপেন ক্রেডিট, ক্রেডিট ট্রান্সফার সুবিধা প্রবর্তনসহ একাডেমিক ক্ষেত্রসমূহে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

ছাত্রশিবিরের ৩৩ দফা ইশতেহার
ছাত্রশিবির সমর্থিত প্যানেল ৯টি ফোকাস পয়েন্ট দিয়ে ইশতেহার ঘোষণা করেছে। পাশাপাশি তারা আরও ৩৩টি দফা দিয়েছে। এর মধ্যে নিয়মিত চাকসু নির্বাচন নিশ্চিতকরণ, নিরাপদ বাস সার্ভিস চালু, সেশনজট নিরসন, কটেজ-মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি, ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনের কথা বলা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম চালু, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস নির্মাণ, সব জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, লিগ্যাল এইড সেল গঠনের মতো প্রতিশ্রুতিও রয়েছে।

‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ইশতেহার
শাটল ট্রেনের জন্য পৃথক রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই, লাইভ লোকেশন ট্র্যাকিং অ্যাপ চালু করাসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। প্রতিটি হলে মিনি মেডিকেল স্টোর, ফার্স্ট এইড কর্নার স্থাপনের কথাও বলেছে তারা।

সংশ্লিষ্টরা যা বলছেন
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এনায়েত উল্যা পাটোয়ারী বলেন, ‘প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে ইশতেহার দিচ্ছে। নির্বাচিত হওয়ার পর তাদের সময় থাকবে মাত্র এক বছর। কিন্তু ইশতেহার বাস্তবায়ন সময়সাপেক্ষ। তাদের আসলে কতটুকু দায়িত্ব থাকবে, তারা কতটুকু কাজ করতে পারবে– এসব বিষয়ে হয়তো এখনও সঠিকভাবে জানে না। নির্বাচিত হওয়ার পর তারা বাস্তবতা বুঝবে। কম সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে– এমন ঘোষণা দেওয়া উচিত। ইশতেহার যত বেশি শিক্ষার্থীবান্ধব হবে, তা তত বেশি গ্রহণযোগ্যতা পাবে।’

সমাজতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইবুর রহমান সৌরভ বলেন, ‘প্রার্থীরা যেভাবে ইশতেহার দিচ্ছে, তাতে মনে হচ্ছে তারা নির্বাচিত হলে প্রশাসনের টনক নাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাস্তবে চাকসুর ভূমিকা মূলত প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা পর্যন্ত সীমিত। ইশতেহারগুলো অলীক কল্পনা ছাড়া কিছু নয়।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহরিয়ার ইমন হৃদয় বলেন, ‘প্রার্থীরা ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, তা প্রশাসন অনেক বছরেও বাস্তবায়ন করতে পারেনি। বাস্তবতার সঙ্গে মিল না থাকা প্রতিশ্রুতিগুলো শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করতে পারে।’

ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘শিক্ষার্থীদের ভাবনাই আমাদের ইশতেহার। সেটি বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।’ ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা ও প্রত্যাশাগুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করেছি।’

পাল্টাপাল্টি অভিযোগ
ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে গতকাল বুধবার দুপুরে শ্রেণিকক্ষে সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ করেছে ছাত্রদল। সন্ধ্যায় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে শিবির। উভয় পক্ষের অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। সমকাল




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD