বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন




জাকির নায়েকের সফর নিয়ে ভারতকে জবাব বাংলাদেশের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ১২:১১ pm
zakir naik জাকির নায়েক
file pic

বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা। তার এই সফর ঘিরে গাত্রদাহ শুরু হয়েছে ভারতের। বিষয়টি নিয়ে গত ৩০ অক্টোবর বাংলাদেশকে বার্তা দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এবার সেই বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। তবে তিনি ঢাকায় পা রাখলেই যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, এমন প্রত্যাশা বাংলাদেশের কাছে ব্যক্ত করে নয়াদিল্লি।

জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’

তিনি আরো বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’

এর আগে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’ বাসস




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD