বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন




নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৯:৫৯ pm
শেয়ার বাজার শেয়ারবাজার বাজেট Budget বাজেট Budget বাজেট Inflation মূল্যস্ফীতি index dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down বাজেট বাজেট Budget-বাজেট
file pic

শ্রম আইন ও শ্রমিক সংগঠন গঠনের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি আগামী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না, অর্থনীতিতেও গতি ফিরবে না। পাশাপাশি জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পিছিয়ে দিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তাঁরা।

সোমবার গুলশানের একটি হোটেলে ইংরেজি দৈনিক গণমাধ্যম আয়োজিত অর্থনৈতিক সংস্কারবিষয়ক এক সেমিনারে ব্যবসায়ীরা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সভাপতিত্ব করেন গণমাধ্যম সম্পাদক শামসুল হক জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ বলেন, “শ্রম আইন ও শ্রমিক সংগঠন গঠনের বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন? তিন মাস পর নির্বাচিত সরকার আসবে—এই সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত।”

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “বাংলাদেশের ব্যবসা–বাণিজ্যের বর্তমান অবস্থায় এলডিসি উত্তরণের পরিস্থিতি নেই। ইতিমধ্যে ১৬টি ব্যবসায়ী সংগঠন এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। প্রয়োজনে জাতিসংঘ এসে পরিস্থিতি পর্যালোচনা করুক, আর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হোক।”

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, “আগামী ১০ থেকে ১৫ বছর জনগণের ভোটে নির্বাচিত সরকার না এলে বহু সমস্যা থেকেই যাবে।”

বিসিএমইএর সভাপতি মইনুল ইসলাম বলেন, “সুশাসন ছাড়া ব্যবসা–বাণিজ্যের কোনো উন্নতি সম্ভব নয়। ক্রেতারা এখন আতঙ্কিত, তারা পণ্য কিনতে চায় না। এই পরিস্থিতির একমাত্র সমাধান নির্বাচন।”

প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় ব্যবসা সহজ করার পরিবেশ ৯৯ শতাংশ খারাপ ছিল, এখন তা ৯৫ শতাংশে নেমেছে। সরকার জাতীয় রাজস্ব বোর্ডে সিঙ্গেল উইন্ডো চালু করেছে, এতে দুই মাসে প্রায় ১২ লাখ সরাসরি সাক্ষাৎ কমেছে।”

সভায় আরও বক্তব্য দেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান, মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান এবং আকিজ বশির গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম।

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, “যে দেশে বিমানবন্দর আগুনে পোড়ে, সেখানে কে বিনিয়োগ করবে? দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ নেই।”

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “ব্যাংক খাতে বিগত সরকারের সময়ের মতো পরিস্থিতি চললে খাতটি দুই বছরের বেশি টিকত না। খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তি না হলে প্রকৃত ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD