বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন




নিউইয়র্কে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে: মামদানি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৭:৪২ pm
Zohran-Mamdani-জোহরান মামদানি-USA

নিউইয়র্ক সিটিতে প্রবেশ করলেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেখানের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে অবশ্যই সম্মান করা উচিত। এ খবর দিয়েছে ফক্স নিউজ।

এক সাক্ষাতকারে মার্কিন ওই সংবাদমাধ্যমটিকে মামদানি বলেন, আমি বলেছি যে এটা এমন শহর যা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি নিউইয়র্ক সিটি সকল আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখতে চায়। এখানে বলে রাখা ভালো যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন আইসিসি’র বিপক্ষে অবস্থান নিয়েছে।

সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক মামদানিকে বলেন, আপনার মনে রাখা উচিত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে কোনো চুক্তিতে সই করেনি। মামদানি বলেন, আমি বিশ্বাস করি আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা উচিত এবং আমরা আমাদের সামনে থাকা সকল আইন মেনেই এটা করব।

সাংবাদিক তাকে প্রশ্ন করেন, নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিচ কি আপনার এই পদক্ষেপ অনুমোদন করবেন। মামদানি বলেন, আমি আপনাকে বলতে পারি যে আমার সামনে থাকা আইনগুলোই আমি ব্যবহার করবো, নতুন করে কিছু করব না।

ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD