শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন




আল জাজিরার প্রতিবেদন

তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:১৬ am
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি tarek-rahman
file pic

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিহাস সৃষ্টি করে দেশে ফিরছেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের সম্ভাব্য প্রধানমন্ত্রীপ্রার্থী হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হচ্ছেন। এমন এক আলোকিত ইতিহাস গড়ে তিনি দেশে ফিরছেন। অনলাইন আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল জানিয়েছে, তারা বিপুল জনসমাবেশের আয়োজন করছে আজ। দলের নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, তারা রাজধানীতে প্রায় ৫০ লাখ সমর্থককে সমবেত করতে চান তারেক রহমানকে স্বাগত জানাতে। লন্ডন থেকে আজ কয়েক ঘন্টার মধ্যে তিনি দেশে প্রত্যাবর্তন করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনে অপসারণের পর বিএনপি যেভাবে পুনরায় রাজনৈতিক গতি অর্জন করেছে, এই প্রত্যাবর্তন সেই প্রেক্ষাপটেই ঘটছে। ৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাঝেমধ্যে স্বল্পমেয়াদি তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাড়া ১৯৯১ সাল থেকে বাংলাদেশে ক্ষমতা মূলত পালাক্রমে খালেদা জিয়া ও শেখ হাসিনার হাতেই থেকেছে। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে না। এখন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে বিএনপি, এমন ধারণা দৃঢ় হচ্ছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই ‘অভূতপূর্ব’ জনসমাবেশ ঘিরে তারা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। সমর্থকরা বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত পুরো পথজুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘এটি এক নির্ধারক রাজনৈতিক মুহূর্ত।’

২০০৮ সাল থেকে তারেক রহমান লন্ডনে বসবাস করছিলেন। বাংলাদেশে তার বিরুদ্ধে অর্থপাচারসহ একাধিক ফৌজদারি মামলার রায় হয়েছিল। তবে শেখ হাসিনার অপসারণের পর আদালত তাকে এসব মামলা থেকে খালাস দেন। ফলে দেশে ফেরার পথে থাকা আইনি বাধাগুলো সরে যায়। বিএনপি নেতারা জানিয়েছেন, দেশে পৌঁছে তিনি সরাসরি সমাবেশস্থলে যাবেন। তারপর দেখা করবেন দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ মা খালেদা জিয়ার সঙ্গে।

এই প্রত্যাবর্তন ঘটছে একটি নাজুক রাজনৈতিক উত্তরণের সময়ে যেখানে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিস্থিতি সামাল দিচ্ছে। আসন্ন নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক বৈধতা পুনঃস্থাপনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষারূপে দেখা হচ্ছে। তবে বিচ্ছিন্ন সহিংসতা এবং সাম্প্রতিককালে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলা, এসব উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে; প্রশ্ন উঠছে, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা কতটা নিশ্চিত করা যাবে।

যুব আন্দোলন থেকে উঠে আসা ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’ (এনসিপি), যারা শেখ হাসিনার পতন-উত্তর রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, তারা তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে। এনসিপির মুখপাত্র খান মুহাম্মদ মুরসালিন বলেন, তারেক রহমান তীব্র চাপ ও হুমকির মুখে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। তাই তার প্রত্যাবর্তন বিশেষ প্রতীকী তাৎপর্য বহন করে। তার আগমন নিঃসন্দেহে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করছে। গণতন্ত্রের পথে আমরা তার পাশে থাকব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD